“ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।”
ইস্টার্ন ইউনিভার্সিটি’র বেসিস স্টুডেন্টস ফোরাম ও কম্পিউটার
ক্লাবের উদ্যোগে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের জন্য ইইউ
স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া মডেল টাউনে কর্পোরেট কমিউনিকেশন
শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের শীর্ষস্থানীয়
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের
ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার মুন এম রাজীব।
ছাত্রাবস্থায় বিভিন্ন ক্লাব অথবা সংস্থায় যুক্ত হওয়া,
নেটওয়ার্ক গড়ে তোলা, কর্পোরেট কমিউনিকেশনের গুরুত্ব,
বিষয়ভিত্তিক পড়াশোনার বাইরেও ক্যারিয়ার ফোকাসড দক্ষতা
অর্জন, কি কি দক্ষতা থাকলে চাকরির বাজারে শিক্ষার্থীরা এগিয়ে
থাকবে এসকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় সেমিনারে। আলোচনা করা
হয় প্রফেশনাল সিভি রাইটিং এবং ইমেইল কমিউনিকেশন নিয়ে এবং
সচরাচর যে ভুলগুলো ফ্রেশাররা করে থাকে তা নিয়ে সচেতন থাকতে
পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইস্টার্ন
ইউনিভার্সিটি’র কম্পিউটার সায়েন্স বিভাগের প্রভাষক অমৃত
বিশ্বাস এবং আমিনা রহমান। কর্মশালায় কয়েক শতাধিক
শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের
সনদপত্র বিতরণ করেন প্রশিক্ষক মুন এম রাজীব এবং
শিক্ষকবৃন্দ।